সুনামগঞ্জে হাজারো নেতাকর্মীর সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষ মনোনয়নপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
বৃহস্পতিবার সকাল ১১টায় নুরুল ইসলাম নুরুল এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের করে শহরের বিভিন্ন এলাকার গিয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে। পরে পুরাতন বাসস্টেশন এলাকায় এসে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন,জনতার কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফার মধ্যে জনগণের গণতান্ত্রিক অধিকার সকল দাবী তুলে ধরা হয়েছে। কৃষক, শ্রমিক সকল স্তরের মানুষ দাবী পুরন হবে ৩১ দফা বাস্তবায়ন হলে। সুনামগঞ্জবাসীর সামনে তুলে ধরার মাধ্যমে জনগণকে বাস্তবায়িত পরিকল্পনা সম্পর্কে সচেতন করছি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, আতম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুল আলী, মো. রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, মুনাজ্জির হোসেন সুজন, এ. হাফেজা ফেরদৌস রিপন, জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচাঁন প্রমুখ।