সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে বাওয়ান পুর গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে এক উঠান বৈঠক বৃহস্পতিবার (৯ অক্টোবর)রাতে অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের প্রবীন মুরব্বি মাষ্টার হারিছ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেছেন, দূর্নীতিবাজরা ক্ষমতায় গেলে দেশ কলঙ্কিত হবে। বাংলাদেশ পিছিয়ে থাকার প্রধান কারণ হল দূর্নীতি আর লুটপাট। দেশকে দূর্নীতিতে কারা বারবার চ্যাম্পিয়ন করেছিল নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই আগের মতই দূর্নীতি করবে। দেশ আবারও কলঙ্কিত হবে। তাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশকে দূর্নীতির কবল থেকে রক্ষা করুন।
উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর জনাব নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান,উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল মালিক।
আরো বক্তব্য রাখেন,ডাঃ আব্দুর রহিম,আব্দুল কায়ুম আবুল,ডাঃ শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবারক আলী, দুলাল মিয়া, আছকির আলী, আংগুর আলী, ইসমত আকী, জুনেদ মিয়া, ইলিয়াস আকী, বাচ্চু মিয়া, আব্দুর রূপ, জুয়েল মিয়া, শামীম আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে একি ইউনিয়নের বরইগ্রাম ও পুর্ব শ্বাসরাম গ্রামে আরো দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।