শ্রীমঙ্গলে আমরা করব জয় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টাকে সংবর্ধনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও আমরা করব জয় ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ একরামুল কবীর-কে আমরা করব জয় ফাউন্ডেশনের “কর্তৃক সংবর্ধনা অনুষ্টিত প্রদান করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আমরা করব জয় ফাউন্ডেশনের কোর্ট রোডস্থ কার্যালয়ে আব্দুস সালাম এর সঞ্চালনায় ও আমরা করব জয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুল আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগজ্যেতি দেব টিটন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমরা করব জয় ফাউন্ডেশনের পল্লী চিকিৎসক পর্যায়ের ট্রেইনার মাওলানা মোঃ আব্দুর রহমান ও ডাঃ জান্নাতুল তাছরিন, প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, ২য় ৩য় ধাপের সভাপতি জনাব ছয়ফুল ইসলাম, সম্পাদক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, সম্পাদক মোঃআব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক জনাব মিটন শর্ম্মা প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন