হাজী হুশিয়ার আলী তালুকদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

তালুকদার ফাউন্ডেশন উদ্যোগে সাবেক ব্রিটিশ গ্রাম সরকার মরহুম হাজী মোঃ হুশিয়ার আলী তালুকদার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার নিজ বাড়ি তালুকদার হাউজে দশঘর গ্রামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক বক্তা, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয় ওলামা সুন্নী মাশায়েখ পরিষদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক বক্তা, ইমাম ও খতিব মান্দারুকা কেন্দ্রীয় জামে মসজিদ, দশঘর, বিশ্বনাথ, সিলেট হযরত মাওলানা সৈয়দ আব্দুল ক্বাদীর বেলালী, বিশিষ্ট সমাজ সেবক হাজী আহমদ আলী, আব্দুল লালিম।

অনুষ্ঠান সভাপতিত্ব করবেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী, তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইমতিয়াজ কামরান তালুকদার, অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক, ধর্মীয়,রাজনীতিবীদ, সাংবাদিক, ইমাম, শিক্ষক অত্র এলাকার সর্বস্তরের মানুষ।সার্বিক সহযোগিতায় তালুকদার এগ্রো ফার্ম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন