ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয় নাই। সংস্কার যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনীভিত্তি নিশ্চিত করা যায় নাই। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাই এর প্রত্যাশা পূরণে একমাত্র উপায়। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমুয়া পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল শুরু করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ মাধ্যমে শেষ হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ¦ নজির আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী হাফেজ ইমাদ উদ্দিন, মহানগরের নির্বাহী সদস্য আলহাজ¦ ইসহাক আহমদ, মুজাহিদ কমিটি জেলার সদস্য আলহাজ¦ আব্দুল করিম, মহানগরের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরাণ থানা সভাপতি একেএম ফখরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি বদরুল হক, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি শাব্বির আহমদ তপু প্রমুখ।