আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের চৌধুরীবাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দাউদপুর ইউনিয়নের চৌধুরীবাজারে ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষে মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট ৩ আসন সিলেট নগরীর একেবারে কাছের সংসদীয় আসন। এই আসনের উল্লেখযোগ্য একটা অংশ মহানগরীর অন্তর্ভূক্ত। কিন্তু এই এলাকার মানুষ আজও অনেক নাগরিক সুবিধা বঞ্চিত রয়েছে। এই এলাকায় এখনো গ্যাস পৌছেনি। সড়ক যোগাযোগ ব্যবস্থাও নাজুক। বর্তমানে সময় এসেছে, উপযুক্ত সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে এসকল সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই একজন উচ্চ শিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব। তাঁর পক্ষেই সম্ভব এই এলাকার অবহেলিত মানুষের পক্ষে সংসদে উচ্চ সুরে দাবী তোলা। তিনি সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে ধানের শীষে মনোনয়ন দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের আহবান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, তরুণ সমাজকর্মী জাহিদুল ইসলাম জুনান, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ প্রমুখ।