হবিগঞ্জের বাহুবল গাজা পাচারকালে ১২ কেজি গাঁজাসহ আব্দুর হেকিম নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মঞ্জব আলীর ছেলে।
শুক্রবার (১০ অক্টোবর) ভোরে বাহুবলের মিরপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বুলবুল আহমেদ, এএসআই আব্দুল বারেকসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচার করা হবে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর হেকিমের বসতঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।