হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সারং বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা সামায়ুন ইসলাম, মতিন মেম্বার, আঃ মবিন, সিজিল মিয়া, আবু কালাম, আমান মিয়া, ফয়ছল মিয়া সহ অন্যান্য ওয়ার্ড নেতৃবৃন্দ।
বিএনপি নেতা ফরহাদ হোসেন বকুল বলেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়নই পারে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে।
এর আগে তিনি বিকেলে ১নং উত্তরপূর্ব ইউনিয়নের আদর্শ বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে লিফলেট বিতরণ করেন।