সিলেট-নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

সর্বস্তরের জনসাধারণের সুবিধার্তে সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে বাবর পরিষদ সিলেটের উদ্যোগে মানববন্ধন এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবর পরিষদ সিলেট এর আহ্বায়ক নুরুল হুদা তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মনাফ, যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য মিন্টু মিয়া, সদস্য আব্দুর রাকিব সহ সিলেটে অবস্থানরত নেত্রকোনা ময়মনসিংহের সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা-ময়মনসিংহ একটি পর্যটন শহর। এ ছাড়া এখানে দেশের এলপিজি হাব, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু নেত্রকোনা-ময়মনসিংহ সাথে সিলেটের সরাসরি কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নাই। এ ছাড়া সিলেটের সাথে সরাসরি নেত্রকোনা-ময়মনসিংহ রেল যোগাযোগ চালু হলে আমদানি-রফতানির ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। নেত্রকোনা-ময়মনসিংহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনো রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তাই অবিলম্বে সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের জোর দাবি জানান বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন