যাদুকাটা নদীতে বালু উত্তোলন দায়ের ৬ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত সাড়ে নয় টার উপজেলার বাদাঘাট ইউনিয়ন যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত ও পুলিশ কতৃক মোবাইল কোর্ট টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাচারকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) ও বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮), মোঃ আলীম শাহ এর ছেলে হৃদয় শাহ (২৪) কে অভিযান চালিয়ে আটক করে। এসময় তাহাদের নিকট থেকে ৩০০ ঘনফুট বালুসহ ২ টি ষ্টীলের নৌকা আটক করা হয়৷ পরে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের সাজা প্রদান করে তাহিরপুর থানায় সোপর্দ করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান। তিনি জানান,সাজা প্রাপ্ত্যদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয় সুনামগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত জানান, আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন