সিলেটে ভারতীয় কসমেটিকস ও চকলেট জব্দ, আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় ৩ জনকে আটক করা হয়। এছাড়াও গাড়িতে থাকা আরো ৩/৪জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমা থানার বারখলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.হৃদয় (২২), মোগলবাজার থানার জাহানপুর গ্রামের মৃত আজমল আলীর ছেলে রুমন আলী (২৩) ও বরিশাল জেলার উজিরপুর থানার ঐঠরা গ্রামের আলঙ্গীর হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৫)৷

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আনন্দ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় একটি কাভার্ডভ্যান আসলে সেটাকে আটকিয়ে পুলিশ গাড়িতে থাকা লোকদের কাছে জানতে চায় গাড়িতে কি আছে। এসময় তাদের কাছ থেকে সন্তোষজনজ জবাব না পেয়ে গাড়িটি পুলিশ তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় পন্য পায়। এই মালামালের কাগজপত্রও গাড়িতে থাকা লোকজ৷ দেখাতে সক্ষম হয়নি। এরপর পুলিশ গাড়িটিতে থাকা মালামাল জব্দ করে গাড়িতে থাকা ৩জনকে আটক করে। এসময় অবস্থা বেগতিক দেখে গাড়ির ভ্যানে থাকা আরো ৩/৪ জন লোক পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।

পুলিশ গাড়িতে থাকা ভারতীয় তৈরি ২ হাজার ৪০২ পিছ বডি লোশন, ১১ হাজার ৯শ পিছ ক্রিম, ৪ হাজার ৬২ পিছ ফেইসওয়াশ, ১৪ হাজার ৭৬০ পিছ ক্রিম, ১৬ হাজার ২৪০ পিছ স্কিন ক্রিম, ৬ হাজার ৪৮ পিছ ক্রিম, ২৭৫ কেজি চকলেট, ১ হাজার ২৯৬ পিছ স্টার ফেইসওয়াশ জব্দ করা হয়। যার বাজারমুল্য ১কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন