সিলেটের বিশ্বনাথে প্রায় ৭.২ একর ২৪ (৭২০ শতক) জমিতে মুসলিম হেল্প ইউ,কের নিজস্ব ক্রয়কৃত ভূমিতে প্রায় ৮ হাজার স্কয়ার ফিটের ৮ম তলা ফাউন্ডেশনের ১ম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে গত রবিবার(১২ অক্টোবর)। ঐদিন সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৮ হাজার স্কয়ার ফিটের ছাদ ঢালাই কোন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মেটারনিটি হাসপাতাল ব্যাবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছুবহান। প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি সর্বপ্রথম আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন এবং এই প্রজেক্টে দেশ ও প্রবাস থেকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানান। পাশাপাশি এখনো যদি এই মানবতার কাজে কেউ শরিক হতে বা আজীবন সদস্য হতে চান, যে কোন সময় যে কেউ এই মহতি কাজে অংশগ্রহণ করতে পারবেন।
সহ ব্যাবস্থাপক যুক্তরাজ্য প্রবাসী আখলাকুর রহমান পান্না বলেন, হাসপাতালটি চালু হলে বিশ্বনাথ সহ এই অঞ্চলের প্রসূতি চিকিৎসা বঞ্চিত মহিলাদের বিনামূল্যে চিকিৎসা সেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন অদুর ভবিষ্যতে এখানে প্রসূতি মহিলা সহ সাধারণ চিকিৎসা সেবা প্রদানের জন্য মুসলিম হেল্প ইউ,কে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সকলের সহযোগিতা থাকলে আমরা এই অঞ্চলে সাধারণ মেডিকেল কলেজ করে চিকিৎসা সেবায় একটি গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবো।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, ফখর উদ্দিন প্রমুখ। এর আগে গত ১০ অক্টোবর শুক্রবার হাসপাতাল সংলগ্ন মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।