বানিয়াচংয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ৬নং ইউনিয়নের চক বাজার ও বাগতা গ্রামে এ কর্মসূচি পালিত হয়।

দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে। স্থানীয় জনগণের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনের পক্ষে লিফলেট বিতরণ করেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাইন উদ্দিন মিয়া, বিএনপি নেতা মাফুজ মিয়া, রজব আলী, বরকত উল্লা, কালাম মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা বিএনপির ঘোষিত ৩১ দফার মূল বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরেন এবং জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

কর্মসূচিতে বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির এই ৩১ দফাই মুক্তির সনদ হিসেবে কাজ করবে।”

তারা আরও বলেন, “বানিয়াচংয়ে এখন পরিবর্তনের জোয়ার বইছে। জনগণ গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির আন্দোলনে শরিক হচ্ছে।”

সব ভয়ভীতিকে উপেক্ষা করে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের বিপুল সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন