মানবিক বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১২ অক্টোবর চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। বক্তব্যে শাম্মী আক্তার বলেন, বাংলাদেশ আজ এক গভীর সঙ্কটে। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই কর্মসূচি কেবল রাজনৈতিক পরিবর্তনের নয়- এটি মানুষের মুক্তির আন্দোলন। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ, যেখানে জনগণই হবে রাষ্ট্রের মালিক। তিনি আরও বলেন, চুনারুঘাটসহ দেশের প্রতিটি অঞ্চলে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের শক্তিই হবে আমাদের মূল শক্তি।
গণসমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।