জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে আছে বাংলাদেশ। সেই হারের বৃত্ত ভাঙার লক্ষ্যে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। নিজেদের চতুর্থ ম্যাচ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। একাদশে ফিরেছেন ওপেনার ফারজানা হক পিংকি ও ব্যাটিং অলরাউন্ডার রিতু মনি।
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটকিপার), সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বশ, এনেরি ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালু জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি টায়রন, নাদিন ডি ক্লার্ক, মাসবাতা ক্লাস, টুমি সেকুখুনে, ননকুলুলেকো এমলাবা ।