ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করল ভারত

আহমেদাবাদের পর দিল্লি টেস্টেও ভারতের সামনে দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটা আড়াই দিনে হেরে যাওয়ার শঙ্কা থাকলেও লড়াই করে খেলা পঞ্চম দিনে নিয়ে যায় সফরকারীরা। অবশেষে আজ ভারত জয় তুলে নেয় ৭ উইকেটের ব্যবধানে। ১২১ রানের লক্ষ্য মাত্র ৩৫.২ ওভারেই পেরিয়ে যায় শুবমান গিলের দল। অপরাজিত ফিফটি করেন লোকেশ রাহুল।

এই জয়ের মাধ্যমে ভারত দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল। সেইসঙ্গে একই প্রতিপক্ষের বিপক্ষে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের বিশ্বেরকর্ডও গড়ে ফেলল। এতদিন এই রেকর্ডের একক মালিকানা ছিল দক্ষিণ আফ্রিকার। তারা ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই একই কীর্তি গড়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ২৭টি টেস্ট ম্যাচে একটিও হারেনি ভারত। সর্বশেষ পরাজয় এসেছিল ২০০২ সালের মে মাসে জ্যামাইকার কিংস্টনে।

ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ব্যর্থতা এখন পুরোনো গল্পে পরিণত হয়েছে। দিল্লির এই হারে তারা ভারতের মাটিতে টানা ছয় টেস্টে পরাজিত হলো। নতুন অধিনায়ক রোস্টন চেজ এখন পর্যন্ত পাঁচ টেস্টে নেতৃত্ব দিয়ে সবকটিতে হেরেছেন। যদিও ভারতের মাটিতে টেস্ট হারের সবচেয়ে খারাপ রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ার দখলে। তারা ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ভারতের মাটিতে টানা সাত টেস্ট হেরেছিল।

অরুণ জেটলি স্টেডিয়াম ভারতের জন্য একপ্রকার ‘অজেয় দুর্গ’ হয়ে উঠেছে। ১৯৯৩ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজ থেকে এই ভেন্যুতে ভারত আর কোনো টেস্ট হারেনি। টানা ১৪ ম্যাচ অপরাজিত আছে, যা হোম ভেন্যুতে ভারতের সবচেয়ে দীর্ঘসময় অপরাজিত থাকার রেকর্ড। এছাড়া মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম ও মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে ভারতের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন