হবিগঞ্জে আলোচিত জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের হাজতে নেওয়ার সময় তারা ‘জয়বাংলা’ স্লোগান দিলে আদালত প্রাঙ্গণে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত আসামিদের হাজতখানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ জুন হবিগঞ্জ শহরের পুরান মুন্সিফী এলাকায় পূর্ববিরোধের জেরে জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে সদর মডেল থানায় ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সিআইডি ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। মামলার ১৯ আসামির মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জনকে খালাস প্রদান করেন বিচারক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গুলজার খান জানান, বিচারক আসামিদের উপস্থিতিতে একজনকে আমৃত্যু এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।