বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস শুক্কুর এবং সাধারণ সম্পাদক হাফিজ আল মামুন ।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটির গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা দল’র সভাপতি এম এ হক এবং সাধারণ সম্পাদক মদরিছ আহমদ’র কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি মাহবুবুল হক,শাহাদাত হোসেন,আব্দুস সালাম, আব্দুল মান্নান, মঞ্জু মিয়া যুগ্মসাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম, রবিউল আলম, সেরগুল আহমদ, নাজমুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক, সুলেমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, মোস্তফা কামাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমন আহমদ , ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, আক্তার হোসেন, প্রচার সম্পাদক আলম মিয়া, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন দিলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিলয় পারভেজ সুহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বাশার, শিক্ষা বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন, অর্থ সম্পাদক ওয়াহিদ মিয়া, দপ্তর সম্পাদক জালাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমজাদ বক্স,জেলা যুবদল’র যুগ্ম সম্পাদক জিএম সফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক নুরুল হক সিকদার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল’র যুগ্ম আহবায়ক ইউসুফ আহমদ, এমসি কলেজ ছাত্রদল’র সহ-সভাপতি হাসান আহমদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল আহমদ, কৃষক দলের সভাপতি শাহজাহান কবির, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলতাব মিয়া উসমান,মুন্না,রাহেল,শাহরিয়া, জাবের,ফাহিম প্রমূখ।
নতুন কমিটির সভাপতি হাজী আব্দুস শুক্কুর মিয়া বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই কমিটি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। আমরা সংগঠনের ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক হাফিজ আল মামুন বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় আমরা সবসময় সচেষ্ট থাকবো।”