আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকগঞ্জ বাজার, উজান গঙ্গাপুর, লামা গঙ্গাপুর, মল্লিকপুর বাজার, চানপুর বাজার, উত্তর কুশিয়ারা ইউনিয়নের সেনের বাজার ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, বিগত সরকারের দমন পীড়নের প্রতিবাদে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন আন্তর্জাতিক মহলের সমর্থনের জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ব্রিটেন, আমেরিকা সরকার সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নিকট অসংখ্য চিঠি লিখেছেন। তার এই প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক শক্তিধর দেশগুলো আন্দোলনে ছাত্র জনতার পক্ষে আসে। যার ফলশ্রুতিতে আন্দোলনে ছাত্রজনতার বিজয় সুনিশ্চিত হয়।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, যুবনেতা আব্দুর রহিম, ইফতেখার হোসেন, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, আরিফ আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, কিবরিয়া চৌধুরী প্রমুখ।