মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায়—মো. সুহেল মিয়া, পিতা– দুলাল মিয়া, মো. শফিক মিয়া, পিতা– মনসুর আলী, সর্ব সাং–মঙ্গলপুর, চৌমুহনী, মাধবপুর এই দুই ব্যক্তিকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং স্থানীয়ভাবে অবৈধ মাটি-বালু উত্তোলনকারীদের সতর্ক করা হয়। এ সময় মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন,“সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন