বাহুবল উপজেলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ‘সম্মিলিত নাগরিক ফোরামে এর উদ্যোগে বাহুবল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।মিছিলে হামিদনগর ও বাহুবল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ এবং পরিচালনা করেন হাফেজ বজলুর রহমান। এতে বক্তব্য রাখেন বাহুবলের প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, খাদিমুল কোরআন পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক, সংগঠক ফয়সল আহমেদ, হাফিজুর রহমান শাওন, সাহাঙ্গীর আহমেদ, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী, মিনজাব ছাহাম, কাওসার মিয়া লিটন ও হৃদয় মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গ্যাস নীতিমালা অনুযায়ী স্থানীয় জনগণের জন্য সংযোগ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবে হচ্ছে না। এটি কোনো দয়া নয়, বরং এলাকার মানুষের ন্যায্য অধিকার। তাঁরা আরও বলেন, বাহুবলের রশিদপুর গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রায় ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। এ কূপে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। অথচ গ্যাসক্ষেত্রের পাশেই বসবাসরত মানুষ ঘরে ঘরে গ্যাসের সংযোগ পাচ্ছেন না।
বক্তারা অবিলম্বে বাহুবল উপজেলার সব পরিবারে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান। তা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।