দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শহরের চৌমুহনায় স্থানীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রতিনিধি আদনান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাবেক পৌর মেয়র এডভোকেট ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সানাউল ইসলাম সুয়েজ, এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল।
অতিথিরা বক্তব্যে বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও ন্যায়ের পথে নিরপেক্ষ সাংবাদিকতার ধারা বজায় রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা বলেন, একটি নির্ভীক গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি আর সেই দায়িত্ব কালবেলা অনবদ্যভাবে পালন করছে।
আলোচনাসভার পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। এসময় কালবেলার সাংবাদিকরা বলেন, এ যাত্রা ছিল দায়িত্ব ও চ্যালেঞ্জের। আগামী দিনে জনগণের কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তরুণ লেখক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মহসীন, এনটিভি ইউরোপের প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, ডেইলি ক্যাম্পাসের মৌলভীবাজার প্রতিনিধি অলি আহমেদ মাহিন, ঢাকা ভয়েজ২৪ এর মৌলভীবাজার প্রতিনিধি রাব্বি মিয়া, মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার রকিবুল ইসলাম রকি ও শাহরিয়ার সাকিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রুহুল আমিন।