এমসি কলেজে অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (​এমসি) কলেজ এর অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আসন্ন ‘রি-ইউনিয়ন’ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ বিভাগের হল রুমে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমিনুল ইসলাম ও মারুফ আহমেদ সঞ্চালকের ভূমিকা পালন করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার এমসি কলেজ ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

​অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভায় একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রফেসর ফাহিমা জীন্নুরায়েনকে আহ্বায়ক এবং আমিনুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও জাকারিয়া চৌধুরী, দিলীপ কুমার, প্রফেসর মোঃ তোতিউর রহমান এবং মোঃ পারভেজ আলমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মারুফ আহমেদ। এই আহ্বায়ক কমিটি আগামী কয়েক দিনের মধ্যেই প্রত্যেক শিক্ষাবর্ষ থেকে দুজন করে প্রতিনিধিত্বকারী সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং প্রয়োজনীয় উপ-কমিটি তৈরি করে কার্যক্রম শুরু করবে।

​সভায় বক্তারা আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানকে সফলভাবে আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আহ্বায়ক ফাহিমা জীন্নুরায়েন বলেন, এই রি-ইউনিয়ন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি মজবুত সেতুবন্ধন তৈরি করবে। ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের প্রতিনিধিত্বকারী সদস্যকে নিজ নিজ ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সকলের ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠানটি অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

​সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। আহ্বায়ক কমিটি আগামী ৩ জানুয়ারী ২০২৬ এর এই মিলনমেলায় অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন