সবুজে ঘেরা মাধবপুর লেকে পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের আনন্দ ভ্রমণ

সবুজের সমারোহে টলটলে স্বচ্ছ জলের লেক, তাতে ভেসে থাকে অসংখ্য বেগুনি শাপলা। আকাশ দেখে নিজের প্রতিবিম্ব, আর প্রকৃতি সাজে একেক বেলায় একেক রঙে—এমন মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো মৌলভীবাজারের পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের ‘আনন্দভ্রমণ-২০২৫’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ক্লাবের সদস্য ও সহযোগী সদস্যরা দুটি মিনিবাসে চড়ে বড়লেখার পাখিয়ালা চৌমুহনী থেকে কমলগঞ্জ উপজেলার বিখ্যাত মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাত্রা শুরু হয়। পথে গাড়িতেই অনুষ্ঠিত হয় ইসলামী সংগীত (নাশিদ) ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

ইসলামী সংগীত পরিবেশনায় ১ম স্থান অর্জন করে মোহাম্মদ মাহাদী, ২য় তামিম আহমদ এবং ৩য় স্থান অর্জন করে জুনেদ আহমদ এবং উদীয়মান সঙ্গীত শিল্পী আবু তোহা।

মাধবপুর লেক প্রাঙ্গণে পৌঁছে সবাই উপভোগ করেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। জুমার নামাজ শেষে দুপুরে সবাই মিলে খাবার গ্রহণ করেন। বিকেলে আয়োজিত হয় নানান বিনোদনমূলক খেলা ও প্রতিযোগিতা। ফাঁকে ফাঁকে চলে ফটোসেশন ও সেলফি তোলা, যা ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী এই আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমেই ক্লাবের ক্রীড়া সম্পাদক ও পাখিয়ালার কৃতি সন্তান রায়হান আহমদ-এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তাওহিদ সারোয়ার মান্না এবং সঞ্চালনা করেন সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মাতাব উদ্দিন, শিশু শিক্ষা একাডেমির সহকারী শিক্ষক ও প্রেসক্লাব সদস্য সাংবাদিক রেদওয়ান আহমদ রুম্মান, সহ-সভাপতি ফয়সল আহমদ, অর্থ সম্পাদক এমাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ফখরুল ইসলাম ফখর, শামীম আহমদ প্রমুখ।

সন্ধ্যায় বনভোজন ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ শেষে ক্লাবের সদস্যরা পাখিয়ালার উদ্দেশ্যে রওনা দেন।সব মিলিয়ে দিনটি ছিল আনন্দ, প্রীতি ও স্মৃতিময়তায় ভরা এক ভ্রমণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন