তাহিরপুরে বিশাল জনসমাবেশ করে ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান “তারেক রহমান” ঘোষিত জাতির মুক্তির সনদ রাষ্ট্র কাঠামো মেরামতের-৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলহাজ্ব আনিসুল হকের বিশাল এক জনসমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। শনিবার (১৮অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিট সময় থেকে শুরু করে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে তাহিরপুর উপজেলা বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে। আনিসুল হক একাধারে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা কৃষক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক এনামের সঞ্চালনায় দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথির বক্তব্য দেন, আনিসুল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসাহিদ তালুকদার ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাজাহান প্রমুখ। উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির সহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ থেকে আসা বিএনপি সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেনির পেশার মানুষজন।

সমাবেশের আগে ও পরে রাষ্ট্রকাঠামো মেরামতের-৩১ দফার প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন আনিসুল হক। এছাড়া সুনামগঞ্জ-১ সংসদীয় আসনের প্রতিটি উপজেলায় জনসমাবেশ করে বিভিন্ন প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদবাজ, লুটেরাদের হাতে থেকে এদেশকে রক্ষা করতে হবে। আসুন সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এছাড়া তিনি সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন। এছাড়া তিনি এমপি হলে এ আসনে বিভিন্ন উন্নয়ন করাবে বলে প্রতিশ্রুতি দেন।

উক্ত জনসমাবেশে সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব আনিসুল হক ভাই এর পক্ষ থেকে “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে” এবং “মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান” ধানের শীষ ইত্যাদি শ্লোগান দিয়ে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিএনপিসহ অন্যান্য সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন