হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক সংলগ্ন সুমন খানের অটো ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। রাতের নীরবতায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।”
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুক মিয়া বলেন, “তিল তিল করে গড়া জীবনের সম্বল ডেকোরেটার্স দোকানটি পুড়ে নিঃস্ব হয়ে গেছি।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”