অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা। সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান এই ঘোষণা দেন।
জানা গেছে, ওসি শহিদ উল্ল্যার দক্ষ নেতৃত্বে মাধবপুর থানা সাম্প্রতিক সময়ে একাধিক আলোচিত অপরাধের সফল তদন্ত ও অপরাধী গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে তাঁর কার্যকর উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি শহিদ উল্ল্যা দায়িত্ব নেওয়ার পর থেকেই থানায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশিংয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেন। নাগরিকদের দ্রুত সেবা প্রদান, অভিযোগ গ্রহণে সহজতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী একজন কর্মকর্তা।
অর্জন প্রসঙ্গে ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন,“এই অর্জন আমার একার নয়—এটি মাধবপুর থানার সকল সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার ফল। জনগণের সহযোগিতায় আমরা আরও দায়িত্বশীল হয়ে কাজ করব।”
সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি ও পুলিশ কর্মকর্তারা।