টুকেরবাজারে এড. সামসুজ্জামান জামানের পক্ষে ৩১ দফার প্রচার মিছিল

কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের পক্ষে সিলেট নগরের টুকের বাজারে ৩১ দফার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে টুকের বাজার থেকে ৩১ দফার প্রচার মিছিল শুরু করে তেমুখীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা শায়েস্তা রহমান সানির সভাপতিত্বে ও শ্রমিক দলনেতা সিরাজ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আব্দুল মালেক, বিশেষ অতিথি কুদরত উল্লাহ, শ্রমিক নেতা সিরাজ আহমদ, ইসলাম উদ্দিন, বোরহান উদ্দিন ইমন, খালেদ আহমদ, নুরুল আলম, মোঃ এহিয়া, কছির মিয়া, মোহাম্মদ সামসুল ইসলাম, জহির আহমেদ, আব্দুল হাই, জামাল মিয়া, ফয়সাল আহমদ, সারিয়া আহমদ জয়, নুরেশ আহমদ, শাহিন মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন