ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরীবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ আব্দুল হক। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এদেশকে আধুনিক ভাবে সাজাতে হবে। এজন্য সবার আগে আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই একজন আধুনিক শিক্ষায় সুশিক্ষিত একজন রাজনৈতিক কর্মী। তাঁর মেধা ও যোগ্যতার ফলে তিনি আজ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। তাকে বিএনপি মনোনয়ন দিলে সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী নাবির নিজাম, মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, শামসুল আলম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, সাব্বির আহমেদ, কামরান আহমদ, আবির আহমেদ প্রমুখ।
এর আগে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইন্নাতআলী পুর, মির্জানগর, মানিকপুর, রাখালগঞ্জ বাজার, ইলাইগঞ্জ বাজার, মোগলাবাজার ইউনিয়নের নৈখাই এলাকায় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
