বিশ্বনাথে দাঁড়িপাল্লার সমর্থনে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে দাঁড়িপাল্লার সমর্থনে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে পৌর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর এলাকার সবকটি ভোট কেন্দ্রে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের পোলিং এজেন্ট হিসেবে পোলিংদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পোলিং এজেন্ট প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতমও সদস্য,সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম।

মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে দারস পেশ করেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মাসুক আহমেদ।

বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌরসভা নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া ও মাওলানা আব্দুল মুকসিত আখতার।

ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী তারেক আহমেদ সোহান ও মোহাম্মদ নুর আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন