চুনারুঘাটের কৃতিসন্তান সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জন্মভূমি চুনারুঘাটে আসেন এলাকার কৃতিসন্তান দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। শুক্রবার বিকেলে তার আগমনে চন্ডিছড়া চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান সহ স্টাফ ও পঞ্চায়েত নেতৃবৃন্দ। চা শ্রমিকরা ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্য পরিবেশন করে অতিথিকে স্বাগত জানান, যা পুরো আয়োজনকে আনন্দঘন করে তোলে।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, চুনারুঘাটের সন্তান সালেহ উদ্দিনের মতো একজন মেধাবী কর্মকর্তা এনটিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তার সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সংক্ষিপ্ত বক্তব্যে সালেহ উদ্দিন বলেন, নিজ এলাকার মানুষদের ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। দেশের উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিতে চাই। তার আগমন উপলক্ষে চন্ডিছড়া চা বাগান ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন ও শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, চুনারুঘাটের এই কৃতিসন্তান ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন