নির্বাচনে খরচের জন্য দেয়া ১০ লাখ টাকা ফেরত দিবো: কামরুল

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল কে নির্বাচনে খরচ করার জন্য দেয়া বিএনপির এক কর্মী ১০ লাখ টাকা চেক দিয়েছেন।

সেই টাকা ফেরত দিবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস কামরুজ্জামান কামরুল।

শনিবার দুপুরে উপজেলার সাচনা বাজারে রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

সেখানেই কেউ ফুলের মালা কেউ বা টাকা মালা দিয়ে স্বাগত জানানো হয় কামরুল কে। এর মধ্যে একজন কর্মী ১০ লাখ টাকা চেক কামরুজ্জামান কামরুল এর হাতে তুলে দেয়।

কামরুজ্জামান কামরুল জানান, বিএনপি এক কর্মী আমার সমর্থক আমার নির্বাচনের খরচ বহনের জন্য ১০ হাজার টাকা দিয়েন আমি খুশি মনে নিয়েছি। এবং রবিবার সেই টাকা তুলতেও বলেছিল। কিন্তু আমি সেই টাকা যিনি দিয়েছেন তাকে ফেরত দিয়ে দিবো। তার সাথে আমার কথা হয়েছে,তিনি আসবেন। তিনি জানান, বিএনপিকে মন থেকে ভালবাসে। আমরা ভালবাসাটাই চাই। রবিবার একটি প্রোগ্রাম আছে সেখানেই তাকে চেক টা দিবেন বলে জানিয়েছেন।

কামরুজ্জামান কামরুল আরও জানান, বিএনপিকে আমাকে চায় সুনামগঞ্জ ১ আসনের জনগন। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবো আর বিপুল ভোটের মাধ্যমে আমাকে আমার নেতা জনগন বিপুল ভোটে বিজয়ী করবে। কারন তারাই আমাকে তৈরি করেছে আর তারাই আমাকে এমপি বানাবে আর বিএনপি ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবে সুনামগঞ্জ ১ আসনটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন