বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের গণ সংযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৭, ১:৩৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী বাকশালীদের হাত থেকে গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে ধানের শীষকে বিজয়ী করার বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আসন্ন বিয়ানীবাজার পৌর নির্বাচনে আদর্শ ও মডেল পৌরসভা গঠনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু নাসের পিন্টুকে বিজয়ী করতে হবে।
তিনি শুক্রবার আসন্ন বিয়ানীবাজার পৌর নির্বাচন উপলক্ষে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী আবু নাসের পিন্টুর পক্ষে ধানের শীষের সমর্থনে দিনভর অনুষ্ঠিত গনসংযোগ ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি নজমুল হোসেন পুতুল, সাবেক সভাপতি আব্দুল মুতলিব, সিলেট মহানগর বিএনপি আব্দুল ফাত্তাহ বকসী, বিয়ানীবাজার উপজেলা সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ পৌর সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা নজরুল হোসেন খান, আতাউর রহমান, সরোয়ার হোসেন, আব্দুল কাদির, লোকমান হোসেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, সদস্য জাবের আহমদ, আইনুল আহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পাপলু আহমদ, ছাত্রদল নেতা আইনুল আহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা বাছিতুর রহমান বাছিত গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আহমদ সহ বিপুল বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস নেতাকর্মী।