‘ঐতিহ্য রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে’
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৭, ১:৪১ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলা নববর্ষ বাঙালীর ঐতিহ্য, চিরায়ত বাংলার ইতিহাস ঐতিহ্য রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি ১৪ এপ্রিল নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ প্রেরণা মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। জামাল আহমদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তরুণ ব্যবসায়ী সমাজসেবী কণিকা ডিজিট্যাল কালার ল্যাবের সত্ত্বাধিকারী আলমগীর হোসাইন, জালালাবাদ থানার এসআই বোরহান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামাল আহমদ খান, শেখ ফারুক আহমদ, আনোয়ার সিদ্দিকী, মামুন আহমদ, ওয়ালিদুর রহমান সজীব, কামরুল হাসান চৌধুরী বিপ্লব, মীর্জা জাফর, এনাম আহমদ, মারুফ আহমদ, জুম্মান আহমদ, জাহাঙ্গীর, দুলাল আহমদ, শিপলু আহমদ, নোমান আহমদ, গনেশ কর্মকার, নিশাত, অপু, নিতাই, সাজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে। প্রেরণা মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এতে অগ্রণী ভূমিকা রাখছে।