কানাইঘাটে সত্য সুন্দরের আহবানে শেষ হল মঙ্গল শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৭, ৫:৪৯ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি : বাঙ্গালীদের প্রাণের উৎসব এসো হে বৈশাখ। নব আনন্দে জাগো আজই নব রবির কিরণে। এসব প্রতিপাদ্য সামনে নিয়ে কানাইঘাটে শেষ হল মঙ্গল শোভাযাত্রা। গত শুক্রবার সকাল ১০টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রশাসন চত্ত্বর থেকে বের হয় এক বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম। এ সময় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, সুবেদার আফতাব উদ্দিন, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, সাংবাদিক শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিন সহ বিভিন্ন বয়সী লোকজন মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। অনান্য বছরের তুলনায় এবারের আয়োজন যেন একটু ভিন্ন। এবারের মঙ্গল শোভাযাত্রার মুল প্রতিপাদ্য হচ্ছে সত্য ও সুন্দরের আহবানে। মুফস্বরের এ শোভাযাত্রায় নারীদের সংখ্যা কম থাকলেও শিশুরা সেজে এসেছে লাল সাদার সাজে। পুরুষদের সাজও ছিল তাই। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্টানে বাংলার চিরায়ত সাজে নববর্ষকে বরণ করছে সবাই।