দুই জমজ নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ৯:১৫ পূর্বাহ্ণ
জাহেদ আলী মামুন:চুনারুঘাটে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পৌরসভার চন্দনা ব্রীজের নীচ থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার সকালে ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। দলে দলে বান্নি পিপাসু লোকজন ছুটছেন বান্নিতে। হঠাৎ দুপুরের দিকে একটি ব্যাগ চোখে পড়লো এক কিশোরের। কিশোরটি মনে করছিলো পরিত্যক্ত ওই ব্যাগে হয়ত কোন মুল্যবান জিনিষ রয়েছে তাই সে এগিয়ে গেলো ব্যাগের কাছে। ব্যাগটি খুলতেই আবিস্কৃত হলো দুই নব জাতকের নিতর দেহ। কিশোরটি শোর চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান সম্ভবত স্থানীয় হাসপাতালে ওই দুই শিশুর জন্ম দেন কোন মা। কিন্তু অবৈধ জমজ সন্তান নিয়ে বিপাকে পড়ার সম্ভবনা আছে মনে করে নব জাতকদ্বয়কে ব্যাগে করে এনে এখানে ফেলে দেয় ওই পাষানী। তিনি জানান ময়না তদন্ত শেষে তাদের বেওয়াবিশ হিসেবে দাফন করা হবে।