সিলেট অঞ্চলে কৃষি বিপনন পদ্ধতির শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
সোমবার সকাল ১১টায় নগরীর ধোপাদিঘীরপাড় কার্যালয়ে কৃষি বিপনন অধিদপ্তর কর্তৃক ‘সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প’ এর আওতায় সিলেট জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে ‘সিলেট অঞ্চলে কৃষি বিপনন পদ্ধতির চ্যালেঞ্জ ও সুবিধা সমূহ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রকল্প পরিচালক বেগম শাহজাহান নীনার সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরচালক মো. মাহবুব আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক ড. মো. মামুনুর রশীদ, সিকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. আবুল কাশেম, চেম্বার অব কমার্সের প্রতিনিধি হিজকিল গুলজার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শংকর কুমার রাহা এবং কৃষি বিপনন ও সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা, অন্যান্য অধিদপ্তরের জেলা প্রতিনিধি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানী কারকগণ।
অনুষ্ঠানটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম সেশনে অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য তুরে ধরেন এবং কর্মশলার মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। ২য় সেশনে উপস্থিত অতিথিবৃন্দের মূল আলোচনা এবং বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়। যা পরবর্তীতে বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণপূর্বক উন্নত বিপনন ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে বলে মনে হয়। কর্মশালায় সিলেট বিভাগে কৃষি বিপনন ব্যবস্থায় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি