ইলিয়াস আলী সহ নিখোজ নেতাকর্মীদেও ফিরিয়ে দিন: ফখরুল
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৭, ৮:৩২ অপরাহ্ণ
তিনি সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজের ৫ বছর পূর্ণ হওয়ায় এবং ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদেও সন্ধানের দাবীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ঢাকাস্থ সিলেট বিভাগ সংহতি সম্মিলনী উক্ত কর্মসুচীর আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিএনপি নেতা মামুনুর রশীদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান, মহিলা দলের সাবেক সাধারন সম্পাদিকা শিরিন সুলতানা ও সাধারন সম্পাদিকা সুলতানা আহমদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান।
বক্তব্য রাখেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিলেট বিভাগীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কোহিনুর আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা মাওলানা রফিকুৃল ইসলাম।
উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাবলু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, সাবেক ছাত্রনেতা তৈমুর হোসেন শিপলু, আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, আমিনুর রশীদ এমরান, এনামুল হক সেলিম প্রমুখ।