হাসান মার্কেটে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার হাসান মার্কেটে আগুন লেগে দুটি দোকানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে একটি দোকানের প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসান মার্কেটের ভেতরে সন্ধানী নামক দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এতে সন্ধানী দোকানটির প্রায় সবকিছুই পুড়ে যায় এবং পাশের আরেকটি দোকানে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া এই দোকানে আশেপাশের কয়েকটি দোকানেও কিছুটা ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুবেদুর রহমান মুন্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।