মাধবপুরে ভূয়া পুলিশ অফিসার আটক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৭, ৯:১৫ পূর্বাহ্ণ
জাকারিয়া চৌধুরী:মাধবপুরে পুলিশ কনস্টেবল-এর চাকুরি দেওয়ার নাম করে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে এক ভুয়া পুলিশ অফিসার পরিচয়দানকারী প্রতারক। পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে ভূয়া পুলিশ পরিচয়দানকারী মোঃ মহিউদ্দিন লস্কর (৩১) কে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে মাধবপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মহিউদ্দিন লস্কর মাধবপুর উপজেলার শিমুলগড় গ্রামের মুকিম লস্করের পুত্র। পুলিশ জানায়, সম্প্রতি হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় মহিউদ্দিন লস্কর নামে ওই ব্যক্তি নিজেকে পুলিশের অফিসার পরিচয় দিয়ে মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিম্বর আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (২০) কে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি পুলিশ আঁচ করতে পেরে সোমবার দুপুরে উপজেলার ভবানীপুর থেকে ওই ভুয়া পুলিশ অফিসারকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তাদির হোসেন জানান, প্রতারক ভুয়া পুলিশ অফিসার মহিউদ্দিননে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।