সিলেটে জঙ্গিবাদ বিরোধী নারী সমাবেশ ২৫ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৭, ৭:২৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর আহ্বানে আগামী ২৫
তারিখ রোজ মঙ্গলবার ৪ টায় থেকে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের
মুক্তমঞ্চে এক জঙ্গিবাদ বিরোধী নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম এবং প্রধান বক্তা হিসাবেউপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান। সমাবেশে বক্তব্য রাখবেন সিলেটের সকল নারী সংগঠন, রাজনৈতিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর পক্ষ থেকে সকল শান্তিপ্রিয় জনগণের সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি