সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবি জানিয়েছে সুজন
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৭, ৫:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড বদিউল আলম মজুমদার বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দবি জানান।
সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘অতিবৃষ্টি, পাহাড়ী ঢলে পাউবো’র ঠিকাদার ও পিআইসিদের অসময়ে করা এবং না করা বাঁধ দিয়ে পানি ঢুকে চৈত্রের মাঝামাঝি সময়ে সুনামগঞ্জের সকল হাওর ডুবে গেছে। এ ধরণের বিপদ ইতিপূর্বে দেখেননি সুনামগঞ্জের কৃষকরা। কাচা ধান পচে হাওরে মাছের মড়ক লেগে এখন পুরো হাওরাঞ্চলে বিষক্রিয়া দেখা দিয়েছে। বিপন্ন হাওবাসীকে বাঁচাতে পুরো হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করতে হবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন জেলা সুজন’র সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধূরী। এ সময় শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েক আহমদ প্রমুখ বক্তব্য দেন।