গণহত্যার স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের শ্রদ্ধাঞ্জলী
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৭, ৭:৩৪ অপরাহ্ণ
শহরতলীর খাদিমনগর চা বাগান এলাকায় গণহত্যার স্মৃতিসৌধে স্বাধীনতার পর এই প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, মো. ওলিউর রহমান, সুরুজ মিয়া, ননী গোপাল দাস, আব্দুল আউয়াল নায়েক, সন্তান কমান্ডের আমিনুর রহমান পাপ্পু, মো. ছিফৎ আলী, রুবেল আহমদ, মো. মামুনুর রশিদ মামুন, খাদিমনগর ইউপি ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম, সাবেক মেম্বার, দুলন করমবার দুল, নান্টু রঞ্জন সিংহ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. রবু মিয়া, অচিন্ত কুমার দে অমিত, প্রিযাস মাবলী প্রমূখ। ।
একাত্তরের ১৯ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী খাদিমনগর চা বাগানের উত্তর লাইনে ২২ জন চা শ্রমিককে ধরে এনে একটি ঘরে ঢুকিয়ে ব্রাশফায়ার করে। এতে শহীদ হন ২০ জন। তবে আহত হয়েও দুই জন পালিয়ে যেতে সক্ষম হন।
পাকিস্তানি হানাদার বাহিনী খাদিমনগর চা বাগানে নারী নির্যাতনও চালিয়েছিল।