‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে বিয়ানীবাজার পৌর নির্বাচনে বিজয়ী করুন’

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বিয়ানী বাজার পৌরসভা নির্বাচনে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান, পৌরসভার বর্তমান প্রশাসক মোঃ তফজ্জুল হোসেনকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের এক বিরাট জনগোষ্ঠী অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। আর এই জনগোষ্ঠীর মধ্যে ছিলেন বিপুল সংখ্যক বিয়ানীবাজার অঞ্চলের প্রবাসী। তাঁদের অবদান জাতি অনাদিকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। কেবল প্রবাস থেকেই নয়, মহান মুক্তিযুদ্ধেও বিয়ানীবাজারের সর্বস্তরের অগণিত জনতা অংশ নেন এবং রণাঙ্গনে সাহসী ভূমিকা পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জনকে তরান্বিত করেন। একাত্তরের বিয়ানীবাজার বাসীর গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতাই এবার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ‘স্বতন্ত্র’ মেয়র প্রার্থী হয়েছেন শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের এক গর্বিত সন্তান, পৌরসভার বর্তমান প্রশাসক মোঃ তফজ্জুল হোসেন।
তিনি বলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোঃ তফজ্জুল হোসেনের পিতা মোঃ তাহির আলী ও ভ্রাতা আবুল হোসেন নিজাম মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যার শিকার হন। ঘৃণ্য আল-বদর-রাজাকাররা তাঁদের পাক-বাহিনীর হাতে তুলে দেয়।মোঃ তফজ্জুল হোসেনের অগ্রজ আলতাফ হোসেন মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পরবর্তীতে বিয়ানীবাজার আওয়ামী লীগের এক জনপ্রিয় নেতায় পরিণত হন। এই পরিবারটি ১৯৭৫ এর ১৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক নির্যাতনের শিকার হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে আলতাফ হোসেন একাত্তরের পরাজিত শক্তি কর্তৃক নৃশংস হত্যার শিকার হন।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আমি বিশ্বাস করি, আপনারাও এই পরিবারটির প্রতি আমার মতোই সহানুভূতিশীল। আপনাদের সকলের প্রতি আমার বিনম্র অনুরোধ, আগামী ২৫ এপ্রিল ২০১৭ অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে দেশের প্রতি ত্যাগ স্বীকারকারী এই পরিবারের আলোকিত সন্তান , জনপ্রিয় সমাজহিতৈষী ব্যক্তিত্ব মোঃ তফজ্জুল হোসেন-কে ‘মেয়র’ পদে নির্বাচিত করে আপনারা পৌর জনপদের সার্বিক উন্নয়নে অবদান রাখবেন। আমি মনে করি, এই পরিবারের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে যে ত্যাগ-তিতিক্ষার পরিচয় দিয়েছেন, মোঃ তফজ্জুল হোসেন নির্বাচিত হলে পরিবারটির প্রতি অন্তত: কিছুটা হলেও ঋণ পরিশোধে আমরা সমর্থ হবো।