পহেলা বৈশাখ বাঙ্গালীর অভিন্ন সাংস্কৃতির অনন্য উৎসব: আকরাম আলী
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৭, ৬:৫৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: পহেলা বৈশাখ বাঙ্গালীর অভিন্ন সংস্কৃতির অনন্য উৎসব। বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ঋতু বৈচিত্র্য ও আর্ত সামাজিক জীবন যাত্রার উপর ভিত্তি করে তার কৃষ্টি ও ঐতিহ্য গড়ে উঠে। বর্ষবরণ বাঙ্গালীর ঐতিহ্যের প্রাণবন্ত উৎসব হিসেবে পালিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে।
সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগের কারণে বৃহত্তর সিলেটের সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ক্ষেতের ফসল। কৃষককূলে আজ অভাব আর হাহাকার। তাদের দু:খ দুর্দশায় আমরা সহমর্মিতা পোষণ করছি।
গত ১৪ এপ্রিল শুক্রবার নগরীর মিরাবাজারস্থ মডেল হাই স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদের বর্ষবরণ ১৪২৪ বাংলা অনুষ্ঠানের উদ্বোধনকালে উদ্বোধক হিসেবে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের যন্ত্রশিল্পী মো. আকরাম আলী একথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: অভিজিৎ দাস জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যরিস্টার আরশ আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচী সিলেট জেলা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড বাদল কর। আরও বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশগুপ্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মো: মতিউর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি কমরেড খায়রুল হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট আনোয়ার হোসেন সুমন প্রমূখ।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে পৌছে। এর পরপরই সংগঠনের সঙ্গীত বিভাগের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত, আবৃত্তি বিভাগের শিল্পীদের পরিবেশনায় দলীয় আবৃত্তি, নাটক বিভাগের শিল্পীদেও পরিবেশনায় পথনাটক ও সদস্যকবিদের পরিবেশনায় স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।