‘খেলাধূলা যুব সমাজকে অপসংস্কৃতি থেকে দুরে রাখে’

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের ডেপুটি কমান্ডার, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ সিরাজুল ইসলাম বলেছেন, খেলাধূলা যুব সমাজকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে দুরে রাখে। এই অঞ্চলে খেলাধুলা যখন অনেকটা হারিয়ে যাবার পথে তখন গাছবাড়ী অঞ্চলের যুব সম্প্রদায় ক্রীড়াঙ্গনকে মেলে ধরেছেন। গাছবাড়ী অঞ্চল খেলাধুলার ক্ষেত্রে দিন দিন এগিয়ে যাচ্ছে, এখান থেকেই তিনি জাতীয় দলের খেলোয়ারের স্বপ্ন দেখেন। খেলাধুলায় পৃষ্টপোষকতা করার জন্য তিনি এলাকার মানুষকে এগিয়ে অাসার অাহ্বান জানিয়ে বলেন, তাদের মাধ্যমে এলাকার পরিচিতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
তিনি শুক্রবার গাছবাড়ীস্থ অাদর্শ স্পোর্টিং ক্লাব,খাসেরমাটি কর্তৃক মিডবার গোল্ডকাপ নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহি উদ্দিন জাবেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুনী, বিকাশ লিমিটেড সিলেটের ডিস্ট্রিবিউটর ইয়ামিন অাজমান, কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম অাহ্বায়ক নাজিম উদ্দিন,
কানাইঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি তাওহীদুল ইসলাম, প্রজন্মের ডাক পত্রিকার সম্পাদক অলিউর রহমান নাসিম। বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবায়ের অাহমদ, সিলেট হাই লাইট কম্পিউটারের পরিচালক মস্তাক অাহমদ, এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী জাবেদ অাহমদ, অাদর্শ স্পোর্টিং ক্লাবের সদস্য সেলিম অাহমদ প্রমুখ। খেলায় কায়স্তগ্রাম শাপলা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে লামারতালুক টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।