সিলেটে লেলিনের জন্মবার্ষিকীতে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৭, ৪:৫৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: মহান রুশ বিপ্লবের রূপকার দুনিয়ার সকল মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস কমরেড লেনিনের মৃত্যুবার্ষিকীতে “সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট” এর উদ্যোগে শনিবার নগরীতে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় সিলেট রেজিষ্ট্রি মাঠ হইতে শুরু হয়ে লাল পতাকা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত লেনিনের অস্থায়ী পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে উদীচী ও চারণের পরিবেশনায় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
লাল পতাকা মিছিলে অংশগ্রহণ করেন সিপিবি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পাটি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, সাম্যবাদী দল, সম্মিলিত নাট্যপরিষদ, উদীচী, যুব ইউনিয়ন, যুবমৈত্রী, নারী মুক্তি সংসদ, চারণ সংস্কৃতি কেন্দ্র, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, জাতীয় যুব ঐক্য, খেলাঘর সহ বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এবং সদস্য সচিব অধ্যাপক ড. আবুল কাশেম। উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ সিলেট জেলা সভাপতি কমরেড লোকমান আহমদ, সিপিবি সিলেট জেলা সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, ন্যাপ সিলেট মহানগর সভাপতি কমরেড ইসহাক আলী, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক মো আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী, সিপিবি সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, সিপিবি মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ, সিপিবি সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নারী মুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, উদীচী জেলা সাধারণ সম্পাদক রতন দেব, চারণ জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা, খায়রুল হাসান, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অ্যাভোকেট রনেন সরকার রনি, প্রণব জ্যোতি পাল, গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি, আজিজুর রহমান খোকন, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক দিপংকর দাস গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র মৈত্রী জেলা সভাপতি স¦পন দাস প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজ থেকে শত বর্ষপূর্বে মহামতি লেনিনের নেতৃত্বে দুনিয়ার বুকে প্রথম শ্রমজীবী মানুষের অনুকূলে একটি সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। রুশ বিপ্লব আজও পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির সনদ হিসেবে ইতিহাসে চিরঞ্জীব হয়ে আছে। আজ সমগ্র বিশ্বের দেশে দেশে সা¤্রাজ্যবাদী যে আগ্রাসন তার কবল থেকে মানব সভ্যতা তথা মানব মুক্তির জন্য রুশ বিপ্লবের শিক্ষাকে পাথেও করে মহামতি লেনিনের দেখিয়ে যাওয়া পথেই মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।