প্রজন্ম গঠনে মুক্তিসংগ্রামে চেতনা চর্চার বিকল্প নেই: হাসান জেবুল
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৭, ৫:৩৯ অপরাহ্ণ
হৃদয়ে ’৭১ এর ৬১তম সাপ্তাহিক পাঠচক্র গত শুক্রবার সন্ধ্যা ৭টায় সংগঠনের উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসির পরিচালনায় পাঠচক্রে প্রধান আলোচকের বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল বলেন, সবাইকে সচেতন হতে প্রত্যেকের অবস্থান থেকে সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
৬১তম পাঠচক্রের পাঠ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আহমদ হামজা চৌধুরী। পাঠ পত্রিক্রিয়া ব্যক্ত করেন জামিল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ, মিটুন দত্ত, আশরাফ আলি মনি, ইমরান আহমদ, এ.আর বাবলু, সৈকত চৌধুরী, আবু বক্কর পারভেজ, আফসার আহমদ, এহসানুল হক শুভ, তারেকুল ইসলাম ফাবী, এফ কে জুনেদ, সাদিকুর রহমান খান, ফাহিমুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফেজ জুনেদ আহমদ, আব্দুর রহমান, সাজ্জাদ আহমদ, রিসন দেব, চিরঞ্জীব কুমার দেব প্রমুখ। বিজ্ঞপ্তি