বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৭, ৮:৪২ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শুক্রবার শ্হাজালাল উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাস মাঠে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকালে দিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো: সাজ্জাদ হোসেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক উপমহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়, সৈয়দ তৈয়বুর রহমান, মো: হারুনুর রশীদ মো: আব্দুল হাছিব, ডা: উম্মে কুলসুম, হালিমা খাতুন, অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান,এম,আফসার উদ্দিন আহমদ, মো: নুরুল ইসলাম,অবসরপ্রাপ্ত যুগ্মপরিচালক দিলীপ কুমার নন্দী,অবসরপ্রাপ্ত উপপরিচালক মো: আবু তাহের। ক্লাবের সহ সভাপতি মো: সহীদ উল্লাহর সভাপতিত্বে এবং মোজতবা রুম্মান চৌধুরী ও সুধাংশু রঞ্জন দেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ। খেলোয়াড়দের শপথ পাঠ করান ক্রীড়া সম্পাদক(বহি:) রনি দে। দিনব্যাপি এ প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক স্কুলের ক্রীড়া শিক্ষক মো: মানিক মিয়া। প্রতিযোগিতায় দ্রুততম মানব-মানবী হন কামরুল হোসেন সরকার ও সৈয়দা তাসমিয়া জাহান। পুরুষ বিভাগে ৩টি ইভেন্টে প্রথম হয়ে মো: আব্দুর রউফ এবং মহিলা বিভাগে ২টি ইভেন্টে প্রথম হয়ে জলি তালুকদার ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন । দিনব্যাপি এ প্রতিযোগিতায় যুগ্ম পরিচালক মো: কমর উদ্দিন, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মতিউর রহমান স্রকার, এ,টি,এম আব্দুল্লাহ, আতিকুর রহমান, মো: আশরাফ হোসেন, মো: আব্দুর রহমান, মো: আব্দুল মজিদ, সাইফুল আলম, সৈয়দ ওয়ালিউর রহমান, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সহ সাধারণ সম্পাদক সুব্রত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক শাহ আশরাফ সিদ্দিকী, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, দপ্তর সম্পদাক কাজী আলী আক্কাছ, ক্রীড়া সম্পাদক(অভ্য:) মো: আক্কাছ, সদস্য জয়দুল হোসেন পাটোয়ারী, আলীনুর রহমান, সাবেক সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো: ইকবাল হাসান, মো: বদরুদ্দোহা, পরেশ চন্দ্র দেবনাথ, সুভেন্দু কুমার দেব, সতীশ চন্দ্র দাশ, ক্রীড়া উপ কমিটির সদস্য মো: ওয়ারিছ উদ্দিন, কাজী করিমুজ্জামান, আসাদুল হাকিমসহ উল্লেখযোগ্য সংখ্যক ক্রীড়া সংগঠক উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন।