কানাইঘাটে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৭, ৮:৫৪ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় কানাইঘাট সরকারী উচ্চবিদ্যালয় মিলানায়তনে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মা অবিভাবক নিয়ে এসমাবেশ অনুষ্ঠিত হয়। কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল হকের সভাপতিত্বে ও সহঃ শিক্ষক সাবিনা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলজার আহমদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর বিলাল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ ফিরোজ কামাল, বিদ্যালয়ের সহঃ শিক্ষক হুসাইন আহমদ, আব্দুছ শুকুর সহ মা অভিবাক বৃন্দ। এ মা সমাবেশে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৫ শতাধীক মা অবিভাবক উপস্থিত থাকায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনে শিক্ষার্থীদের মা অবিভাবক বলিষ্ট ভূমিকা রাখবে ও ঝরে পড়া রোধে মাদেরকে সচেতন থাকতে হবে। ছেলে মেয়ে সঠিক সময়ে বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং বাড়িতে লেখা পড়ায় মনযোগী আছে কি না তা সর্বদা নজর রাখতে হবে।